Odisha News : বাবা অসুস্থ, ৩৫ কিমি ভ্যান চালিয়ে হাসপাতালে নিয়ে গেল ১৪ বছরের মেয়ে

Updated : Oct 27, 2023 14:00
|
Editorji News Desk

বাবা অসুস্থ । গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পয়সা টুকু পর্যন্ত নেই । বাবার ভ্যানটাই ছিল একমাত্র সম্বল । তাই সাত-পাঁচ না ভেবে ভ্যানেই উঠে বসেন ওড়িশার সুজাতা শেঠি । তাও আবার ড্রাইভারের সিটে । বাবাকে পিছনে বসিয়ে এভাবেই প্রায় ৩৫ কিমি ভ্যান চালিয়ে হাসপাতালে পৌঁছয় ১৪ বছরের মেয়েটি । অনেক বাধা-বিপত্তির পর চিকিৎসার ব্যবস্থাও করে । ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক শহরে । মেয়েটিকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা ।

জানা গিয়েছে, সুজাতা শেঠি প্রথমে তাঁর বাবাকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ধামনগর হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে তাঁর বাবাকে ভদ্রক ডিএইচএইচে স্থানান্তর করা হয় । কিন্তু, বাবাকে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পায়নি । তাই বাধ্য হয়ে সেখান থেকে আরও ৩৫ কিমি পথ ভ্যান চালিয়ে বাবাকে ডিএইচএইচ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু, সেখানে গিয়েও সমস্যায় পড়ে সে । হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরে যেতে বলে । এক সপ্তাহ পরে আবার বাবাকে অপারেশনের জন্য নিয়ে আসতে বলে তারা । 

সুজাতা জানিয়েছে,  তাঁর কাছে গাড়ি ভাড়া করার মতো টাকা বা অ্যাম্বুলেন্স ফোন করার জন্য মোবাইল নেই । তাই,বাবার ভ্যান ব্যবহার করে তাকে হাসপাতালে নিয়ে এসেছি । খবর পেয়ে মেয়েটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভদ্রকের বিধায়ক সঞ্জীব মল্লিক এবং প্রাক্তন ধামনগর বিধায়ক রাজেন্দ্র দাস । হাসপাতালে ভর্তিও করা হয়েছে ওই ব্যক্তিকে । ভদ্রকের চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার (সিডিএমও) শান্তনু পাত্র জানিয়েছেন, তাঁদের কাছে রোগীদের বাড়িতে ফেরানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার কোনও ব্যবস্থা নেই । তাই, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালেই থাকবেন রোগী । 

Odisha

Recommended For You

editorji | ভারত

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল