সোমবার ভোরে স্থানীয় গান্ধী ময়দান থেকে গ্রেফতার করা হয়েছে জনসূরয পার্টির প্রধানকে। গত চারদিন ধরে এই মাঠে তিনি অনশনে বসেছিলেন। ভোর রাতে প্রথমে ঘটনাস্থলে যায় একটি মেডিক্যাল টিম। পরে তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই প্রশান্তকে অনশন মঞ্চ থেকে হঠিয়ে দেয় পুলিশ।
ঘুঘুর বাসা বিহার পাবলিক সার্ভিস কমিশনে। গত কয়েকদিন ধরেই এই পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সরব জন সূরয পার্টির নেতা। তার প্রতিবাদেই গত দোসরা জানুয়ারি থেকে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন তিনি। মূলত নীতীশ সরকারের দুর্নীতিকে জনসমক্ষে ফাঁস করা ছিল তাঁর টার্গেট।
পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, গান্ধী ময়দান থেকে গ্রেফতার করা হয়েছে প্রশান্ত কিশোর ও তাঁর সহযোগিদের। যদিও প্রশান্ত কিশোরকে জোর করে হঠিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য প্রশাসন। যদিও প্রশান্ত অনুগামীদের অভিযোগ, তাঁদের নেতাকে গুম করা হয়েছে। কেউ কেউ দাবি করছেন, সেই সময় পুলিশের এক আধিকারিক পিকেকে চড়ও মারেন।
উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর বিহারের সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গান্ধী ময়দানেই জড়ো হয়েছিলেন চাকরি প্রার্থীরা। তাঁদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছিল। মূলত, তার প্রতিবাদেই আমরণ অনশন শুরু করেছিলেন জন সূরয পার্টির নেতা প্রশান্ত কিশোর।