Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

Updated : Jan 06, 2025 10:36
|
Editorji News Desk

পাটনায় গ্রেফতার প্রশান্ত কিশোর। 

সোমবার ভোরে স্থানীয় গান্ধী ময়দান থেকে গ্রেফতার করা হয়েছে জনসূরয পার্টির প্রধানকে। গত চারদিন ধরে এই মাঠে তিনি অনশনে বসেছিলেন। ভোর রাতে প্রথমে ঘটনাস্থলে যায় একটি মেডিক্যাল টিম। পরে তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই প্রশান্তকে অনশন মঞ্চ থেকে হঠিয়ে দেয় পুলিশ। 

কিন্তু কেন অনশনে বসেছিলেন কিশোর ?

ঘুঘুর বাসা বিহার পাবলিক সার্ভিস কমিশনে। গত কয়েকদিন ধরেই এই পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সরব জন সূরয পার্টির নেতা। তার প্রতিবাদেই গত দোসরা জানুয়ারি থেকে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন তিনি। মূলত নীতীশ সরকারের দুর্নীতিকে জনসমক্ষে ফাঁস করা ছিল তাঁর টার্গেট। 

পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, গান্ধী ময়দান থেকে গ্রেফতার করা হয়েছে প্রশান্ত কিশোর ও তাঁর সহযোগিদের। যদিও প্রশান্ত কিশোরকে জোর করে হঠিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে রাজ্য প্রশাসন। যদিও প্রশান্ত অনুগামীদের অভিযোগ, তাঁদের নেতাকে গুম করা হয়েছে। কেউ কেউ দাবি করছেন, সেই সময় পুলিশের এক আধিকারিক পিকেকে চড়ও মারেন।

উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর বিহারের সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গান্ধী ময়দানেই জড়ো হয়েছিলেন চাকরি প্রার্থীরা। তাঁদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছিল। মূলত, তার প্রতিবাদেই আমরণ অনশন শুরু করেছিলেন জন সূরয পার্টির নেতা প্রশান্ত কিশোর। 

Prashant Kishor

Recommended For You

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA