হালফিলে মোবাইলের এক ক্লিকেই সব মিলে যায় হাতের কাছে। সাবান, সার্ফ থেকে মাছ, সবজি, ছাতা থেকে খাতা কী নেই? ধরুন চা বসিয়েছেন, অথচ চা-পাতা নেই, আপনার জল ফুটতে ফুটতে চা পাতা বাড়ি বয়ে দিয়ে যাবে ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপগুলি। এই প্রজন্ম যদি চায় বাড়ি বসেই, সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে। Zepto , Blinkit, সুইগি ইন্সটামার্টের মতো অ্যাপগুলির জনপ্রিয়তা তাই হুহু করে বাড়ছে। কিন্তু পরিষেবায় সবাইকে টেক্কা দিল Blinkit।
সবজি, মাছ, চিপস তো চলে আসছে ১০ মিনিটে। কিন্তু বাড়িতে কোনও ইমার্জেন্সি হলে ভরসা করতে হত ফোনে সেভ করে রাখা সেই নম্বরগুলোর উপরেই। অ্যাম্বুল্যান্স-এর জোগাড় করতে একে তাকে ফোন করার ঝক্কি থেকে এবার মুক্তি দিল Blinkit। নতুন বছরে যুগান্তকারী একটি ঘোষণা Blinkit-এর।
এবার কেবল দোকান-বাজার নয়, দরকারের সময় Blinkit-এ বুক করা যাবে অ্যাম্বুলেন্স। মাত্র ১০ মিনিটেই হাজির হবে বাড়ির সামনে। ২ জানুয়ারি, বৃহস্পতিবারই এই নতুন পরিষেবা চালু করা হয়। সহ-প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্দসা, এই খবর জানান ট্যুইটারে। তিনি আরও জানান, প্রাথমিক স্তরে আপাতত গুরুগ্রামে এই পরিষেবা মিললেও আগামী ২ বছরের মধ্যে সারা দেশেই এই সুবিধা পাওয়া যাবে। বেসিক লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স বুক করা যাবে Blinkit থেকেই।
শুধু তাই নয়, এই পরিষেবাকে নন প্রফিটেবল মডেলেই ভেবেছে Blinkit। অর্থাৎ এমার্জেন্সি সাভিস এভেইল করতে পয়সার চিন্তা করতে হবে না উপভোক্তাদের। অ্যাম্বুল্যান্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার, অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন ও ক্রিটিকাল ইমার্জেন্সি মেডিসিন। সঙ্গে থাকবেন একজন দক্ষ অপারেটরও।