Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

Updated : Jan 03, 2025 16:32
|
Editorji News Desk

হালফিলে মোবাইলের এক ক্লিকেই সব মিলে যায় হাতের কাছে। সাবান, সার্ফ থেকে মাছ, সবজি, ছাতা থেকে খাতা কী নেই? ধরুন চা বসিয়েছেন, অথচ চা-পাতা নেই, আপনার জল ফুটতে ফুটতে চা পাতা বাড়ি বয়ে দিয়ে যাবে ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপগুলি। এই প্রজন্ম যদি চায় বাড়ি বসেই, সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে। Zepto , Blinkit, সুইগি ইন্সটামার্টের মতো অ্যাপগুলির জনপ্রিয়তা তাই হুহু করে বাড়ছে। কিন্তু পরিষেবায় সবাইকে টেক্কা দিল Blinkit। 

 

সবজি, মাছ, চিপস তো চলে আসছে ১০ মিনিটে। কিন্তু বাড়িতে কোনও ইমার্জেন্সি হলে ভরসা করতে হত ফোনে সেভ করে রাখা সেই নম্বরগুলোর উপরেই। অ্যাম্বুল্যান্স-এর জোগাড় করতে একে তাকে ফোন করার ঝক্কি থেকে এবার মুক্তি দিল Blinkit। নতুন বছরে যুগান্তকারী একটি ঘোষণা Blinkit-এর। 


এবার কেবল দোকান-বাজার নয়, দরকারের সময় Blinkit-এ বুক করা যাবে অ্যাম্বুলেন্স। মাত্র ১০ মিনিটেই হাজির হবে বাড়ির সামনে। ২ জানুয়ারি, বৃহস্পতিবারই এই নতুন পরিষেবা চালু করা হয়। সহ-প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্দসা, এই খবর জানান ট্যুইটারে। তিনি আরও জানান, প্রাথমিক স্তরে আপাতত গুরুগ্রামে এই পরিষেবা মিললেও আগামী ২ বছরের মধ্যে সারা দেশেই এই সুবিধা পাওয়া যাবে। বেসিক লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স বুক করা যাবে Blinkit থেকেই। 


শুধু তাই নয়, এই পরিষেবাকে নন প্রফিটেবল মডেলেই ভেবেছে Blinkit। অর্থাৎ এমার্জেন্সি সাভিস এভেইল করতে পয়সার চিন্তা করতে হবে না উপভোক্তাদের। অ্যাম্বুল্যান্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার, অটোমেটেড এক্সটার্নাল ডিফাইব্রিলেটর, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন ও ক্রিটিকাল ইমার্জেন্সি মেডিসিন। সঙ্গে থাকবেন একজন দক্ষ অপারেটরও।  

Blinkit

Recommended For You

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?