আজই শেষ বিনামূল্যে আধার আপডেটের মেয়াদ। নামের বানান ভুল, থেকে ঠিকানা ছবি বদল সবের নির্দিষ্ট একিটি চার্জ রয়েছে৷ UIDAI ঘোষণা করেছিল 15 মার্চ থেকে 14 জুন বুধবার পর্যন্ত আধার আপডেটের কোনও চার্জ লাগবে না।
কয়েকটি সোজা পদক্ষেপ মেনে চললেই বাড়ি বসে বিনামূল্যেই আধার কার্ড আপডেট করা যাবে। সাধারণত আপডেটের জন্য ৫০ টাকা চার্জ করা হয়।
আধার কার্ড আপডেটের প্রক্রিয়া-
প্রথমে UIDAI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে 'My Aadhaar' মেনুতে যেতে হবে। এরপর সেখান থেকে ‘Update Your Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করে নথি আপডেটের জায়গায় ক্লিক করতে হবে। বর্তমানের সব নথি ঠিক থাকলে হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই সমস্ত নথি আপলোডের পর অনুমোদিত হলেই আপনার আধার আপডেট হয়ে যাবে।