পাহাড়ে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি। আর তাতেই ভেসে গেল পূণ্য়ার্থীদের ক্যাম্প। শুক্রবার অমরনাথের এই ঘটনায় রাত পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদসংস্থা সূত্রে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। মূলত অমরনাথ ও কালীমাতার মাঝে মুসলধারায় এই বৃষ্টি হয়। যার জেরে ভেসে যায় পূণ্যার্থীদের ক্যাম্প। প্রশাসন সূত্রে দাবি, তখন প্রায় ১০ থেকে ১২ হাজার পূণ্যার্থী ওই এলাকায় ছিলেন। টুইট করে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধার দ্রুত করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও।
বৃষ্টির থামার পর থেকেই শুরু হয়েছে উদ্ধারের কাজ। ঘটনাস্থলে আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। তাঁদের হাত লাগাতে ঘটনাস্থলে গিয়েছে ইন্দো-টিবেটান বর্ডান পুলিশের কর্মীরাও। ওই এলাকা থেকে পূণ্যার্থীদের উদ্ধারে পাঠানো হয়েছে একটি হেলিকপ্টারও। উদ্ধারে ভারতীয় সেনার ৬টি দল কাজ করছে।
আরও পড়ুন : তেলেঙ্গনায় আন্ডারপাসে আটকে স্কুল বাস, প্রায় গলা জল থেকে পড়ুয়াদের উদ্ধার
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অমরনাথের গুহা থেকে বৃষ্টির জল বিদ্য়ুতের বেগে নীচে নেমে আসে। যার জেরে ভেসে যায় বেশ কয়েকটি ক্যাম্প। সংবাদসংস্থার খবর, হড়পা বাণের জেরে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি লঙ্গরখানা। দু বছর পর এবার প্রথম খুলেছিল অমরনাথ। এই বছর ৭২ হাজার পূণ্যার্থী এখন পর্যন্ত অমরনাথ দর্শন করেছেন।