মাঠে খোলা জায়গায় মলত্যাগ করতে দিয়ে সাপের কবলে এক ব্যক্তি । যে সে সাপ নয় । ১৫ ফুটের পাইথন । সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, ওই ব্যক্তির গলা, ঘাড় পেঁচিয়ে রয়েছে অজগরটি । শুধু তাই নয়, ওই ব্যক্তির হাত সাপের মুখের ভিতরে । ওই ব্যক্তিকে জীবন্ত গিলে ফেলার চেষ্টা করছে সাপটি । একেবারে হাড়হিম করা ভিডিও । যা দেখলে শিরদাঁড়ার উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে । অবশেষে গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বাঁচে ওই ব্যক্তি । ঘটনাটি মধ্যপ্রদেশের ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাম সাহাই । ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, জব্বলপুরের বাসিন্দা রাম খোলা মাঠে মলত্যাগ করছিলেন । ঘুণাক্ষরেও টের পাননি, তাঁর আশেপাশেই বড় বিপদ অপেক্ষা করছে । যাকে বলে মরণফাঁদ । হঠাৎ ওই ব্যক্তিকে আক্রমণ করে ১৫ ফুটের অজগর । মুহূর্তের মধ্যে গলা, ঘাড় পেঁচিয়ে ফেলে ওই অজগর । ওই ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন ।
চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন গ্রামবাসীরা । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সাহাইকে সাপের হাত থেকে মুক্ত করার চেষ্টায় গ্রামবাসীরা লাঠি ও কুড়াল দিয়ে সাপটিকে আক্রমণ করছে । পরে ওই সাপটিকে মেরেও ফেলা হয় বলে জানা গিয়েছে ।
তবে বণ্যপ্রাণী হত্যার জন্য অনেকেই প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় । এই বিষয়ে বন দফতরের আধিকারিক মহেশ চন্দ্র কুশওয়াহা জানিয়েছেন, অজগরটি ওই ব্যক্তির গলায় জড়িয়েছিল । এই অবস্থায় স্থানীয়রা সাপটিকে মেরে ফেলেছে । সেক্ষেত্রে, বন্যপ্রাণী আইনের ১১ ধারায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না।