অপর্যাপ্ত শিক্ষক থেকে শুরু করে সরকারের নিয়ম না মানা, একের পর এক অনিয়মের অভিযোগ, চরম পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন(National Medical Commission)।
জানা গিয়েছে, প্রায় ১৫০টি মেডিক্যাল কলেজের স্বীকৃতি (Recognition) কেড়ে নেওয়া হতে পারে। ইতিমধ্যেই ৪০টি মেডিক্যাল কলেজের স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। স্বীকৃতি ফিরে পেতে তারা যে এনএমসি(NMC)-র সমস্ত নিয়ম অনুসরণ করে চলছে, তা প্রমাণ করতে হবে।
Dev-Soham: এক ছবিতে দেব-সোহম? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে
এনএমসি-র তরফে প্রায় ১৫০টি মেডিক্যাল কলেজের তালিকা তৈরি করা হয়েছে, তারমধ্যে গুজরাট, আসাম, পুদুচেরী, তামিলনাড়ু, পঞ্জাব, অন্ধ্র প্রদেশ, ত্রিপুরা, এমনকী রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের নাম রয়েছে।
বিগত এক মাস ধরে আন্ডারগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড অব কমিশনের তরফে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের উপরে তদন্ত করা হয়। মেডিক্যাল কলেজের সিসিটিভি ক্য়ামেরা, আধার লিঙ্ক করা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স প্রক্রিয়া ও শিক্ষক বা ফ্যাকাল্টিদের ভূমিকা খতিয়ে দেখেই এই তালিকা প্রকাশ করা হয়।