প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ১৮ ফেব্রুয়ারির সঙ্গেও অনেক ইতিহাস জড়িয়ে। জেনে নিন, কী হয়েছিল, এই দিনটিতে।
১৯৩০ সালের ১৮ ফেব্রুয়ারি আমেরিকান বৈজ্ঞানিক ক্লাইড টমবাগ প্লুটো আবিষ্কার করেন।রোমে অন্ধকারের দেবতা প্লুটো। সৌরজগতের শেষ গ্রহ হিসেবে এই গ্রহের নাম করা হয়। ১১ বছরের নাবালিকা ভেনেটিয়া বার্নে প্রথম প্লুটোর নামকরণ করেন। ২০০৬ সালে যদিও বামন গ্রহ হিসেবে মর্যাদা পায় প্লুটো।
২০০৭ সালে ১৮ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে মর্মান্তিক দিন। ১৭ বছর আগে ভারত-পাকিস্তান সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু হয়। ১১টা ৫৩ মিনিটে দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে পানিপথের দিবানা স্টেশনের কাছে বিস্ফোরণটি হয়।