ভারতে এসে খুন হতে হয় বাংলাদেশের প্রাক্তন সাংসদ আনোয়ারুল আজিম আনারকে। গত ১২ মে ভারতে এসেছিলেন তিনি। ১৩ মে চিকিৎসা করাতে তাঁর এক বন্ধুর বাড়ি থেকে বের হন। ওইদিন রাতেই তাঁকে খুন করার অভিযোগ ওঠে। এবার মেয়ের সঙ্গে মিলল মৃত সাংসদের দেহের DNA। CID সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তাঁর নাম মুমতারিন ফেরদৌস ডরিন।
সিআইডি সূত্রে খবর, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে, একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের প্রাক্তন MP-র। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই দুটির ডিএনএ-র মধ্যে মিল পাওয়া গিয়েছে।
চলতি বছরের নভেম্বরের শেষ দিকে কলকাতায় এসেছিলেন ডরিন। সেইসময় তাঁর DNA-র নমুনা নেওয়া হয়। তারপর দুটি নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল।