ইতিহাসের সঙ্গে জড়িয়ে প্রত্যেকটি দিন। একাধিক ঘটনা ঘটে। আর কিছু ঘটনা মুহূর্তের মধ্যে ইতিহাসের পাতায় স্থান করে নেয়। ১৮ জানুয়ারির সঙ্গেও জড়িয়ে তেমনই কিছু ইতিহাস।
আধুনিক হয়েছে দুনিয়া। এখন প্রায় প্রত্যেক দেশের কাছেই আছে বিমানবাহী রণতরী। যুদ্ধের সময় এই রণতরী ব্যবহার করে নৌসেনা। তাই যুদ্ধবিমান ওঠানামা করার কোনও অসুবিধা হয় না। ১৯১১ সালের ১৮ জানুয়ারি সান ফ্রান্সিসকোর ঝুঁকিপূর্ণ পাহাড়ে যুদ্ধবিমান অবতরণ করে ইতিহাস তৈরি করেছিলেন আমেরিকান পাইলট ইউজিন বর্টন এলি।
১৮ জানুয়ারির সঙ্গে জড়িয়ে কবি হরিবংশ রায় বচ্চনের নাম। ২৭ নভেম্বর এলাহাবাদের সম্ভ্রান্ত কায়েস্ত ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩২ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। ১৮ জানুয়ারি প্রয়াত হন তিনি।