হিমাচলপ্রদেশে ভয়াবহ তুষারধস(Himachal Pradesh Avalanche)। রবিবার বিকেলের এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের, এখনও নিখোঁজ ১। ঘটনার পর বিকেলেই শুরু হয় উদ্ধারকাজ। ঘণ্টাখানেক তল্লাশি পর প্রবল ঠান্ডা ও কম দৃশ্যমানতার জেরে স্থগিত হয়ে যায় উদ্ধারকাজ। সোমবার সকাল থেকে ফের শুরু হয় উদ্ধারকাজ(Lahaul-Spiti Avalanche)।
লাহুল-স্পিতির ডিস্ট্রিক্ট ইমারজেন্সি অপারেশন সেন্টারের তরফে খবর, কাজ চলার সময় বরফ কাটার মেশিন সমেত তুষারধসে তলিয়ে যান ওই তিন শ্রমিক। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার হলেও তৃতীয়জনের হদিশ মেলেনি। মৃত দুই শ্রমিক হলেন রাম বুদ্ধ এবং রাকেশ। এঁরা দু'জনেই বর্ডার রোডস অর্গানাইজেশনে কাজ করতেন। নেপালের(Nepal Worker missing in Himachal Pradesh Avalanche) বাসিন্দা পাষাণ ছেরিং লামা নামক শ্রমিক এখনও নিখোঁজ বলেই খবর। রাতেই মৃত দুই শ্রমিকের দেহ কেইলংয়ে নিয়ে আসা হয়।