১১ বছরের এক কিশোরীকে প্রায় ৭ মাস ধরে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য গাজিয়াবাদে। সোমবার ধৃত দুই ভাই প্রদীপ কুমার এবং দিলীপ কুমারের যাবজ্জীবন সাজা ঘোষণা করে গাজিয়াবাদ আদালত। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ১৫ জানুয়ারি থেকে ওই কিশোরীকে লাগাতার শারীরিক অত্যাচার চালায় এই দুই ভাই। ঘটনার জেরে কিশোরীটি এক পুত্র সন্তানের জন্ম দেয়। পুলিশ জানিয়েছে, ওই শিশুটির বাবা বড় ভাই প্রদীপ কুমার। ওই দুই অভিযুক্ত কিশোরীর বাড়িতে ভাড়া থাকত বলেই খবর।
জানা গিয়েছে, এই ঘটনার পরেও কিশোরীটি ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি। কিন্তু বেশ কিছু মাস পর পেটের আকারে অস্বাভাবিকত্ব লক্ষ্য করে কিশোরীটির মা তার পরীক্ষা করতেই এই ঘটনার কথা প্রকাশ পায়। এরপরই ৫ সেপ্টেম্বর ওই দুই অভিযুক্তের নামে এফআইআর দায়ের করে কিশোরীর পরিবার। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর পুলিশ দুই অভিযুক্তের নামে চার্জশিট গঠন করে।
আরও পড়ুন- IND VS Australia : অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে অনিশ্চিত বুমরা, চিন্তায় রোহিত