দ্বিতীয় দফায় নির্বাচন ছিল মণিপুরে। হিংসা যেন থামার নাম করছে না ওই রাজ্যে। এবার কুকিদের হামলায় মৃত্যু দুই CRPF জওয়ানের। মণিপুর পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, কুকি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মধ্যরাত থেকে শনিবার ২.৩০ টা পর্যন্ত হামলা চালায়। হামলায় নিহত সৈন্যরা রাজ্যের বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় পোস্টিং সিআরপিএফের ১২৮ তম ব্যাটালিয়নের সদস্য বলে জানা গিয়েছে।
Sandeshkhali-NSG Robot: বালির তলা থেকেও খুঁজতে পারে বিস্ফোরক, NSG এর এই রোবট আর কী কী পারে?
গত বছরের ৩ মে মণিপুরে অশান্তি শুরু হয়। এখন পর্যন্ত সেখানে ২০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সেখানে হিংসার শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।