প্রবল বর্ষণে ভাসছে বাণিজ্যনগরী মুম্বই। আর তারই মাঝে রবিবার ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হল দুই সাফাইকর্মীর। অন্যদিকে দিল্লি রেল স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর।
জানা গিয়েছে, মুম্বইয়ের গোভান্দিতে নালা সাফ করছিলেন দুই ব্যক্তি। কিন্তু হঠাৎই ম্যানহোলে পড়ে যান তাঁরা। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
দিল্লিতে প্রবল বর্ষণের ফলে জলমন্গ হয়ে পড়ে স্টেশন। সেসময় সাক্ষী নামে এক মহিলা বিদ্যুতের খুঁটি ধরে বাঁচার চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মুম্বইয়ে শনিবার সন্ধে থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে। প্রচুর এলাকা জলমন্গ হয়ে পড়েছে। ঘাটকোপর এলাকার একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়েছে। জুহুতেও খুব অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু। তারা সমুদ্রে ডুবে যাচ্ছিল। কিন্তু সেখানে তাকা নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পান এবং তাদের উদ্ধার করে।
রবিবার সকাল ৮ টা পর্যন্ত কমলা সতর্কতা জারি করা ছিল। তারপর থেকে জারি রয়েছে হলুদ সতর্কতা।