কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মতো CBI তদন্তে আপত্তি জানালেন মণিপুরের দুই নির্যাতিতা। সুপ্রিম কোর্টে তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর কোনও আস্থা নেই তাঁদের। সেকারণে আলাদা কমিটি গঠন করারও প্রস্তাব দিয়েছেন।
মণিপুরে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় তোলপাড় সারা দেশ। সব মহলেই তীব্র নিন্দার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী স্বয়ং জানান, এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। তারপর ওই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে। কিন্তু সেই প্রস্তাবে আপত্তি জানালেন মণিপুরের ২ নির্যাতিতা।
এদিকে শনিবার মণিপুরের রাজ্যপাল অনুসূয়া ইউকের কাছে স্মারকলিপি জমা দেন কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ INDIA-র ২১ জন সাংসদ। শনিবার হিংসা বিধ্বস্থ মণিপুরের একাধিক এলাকা ঘুরে দেখেন। অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন বিরোধী সাংসদরা। পাশাপাশি কেন্দ্রের কাছে তাঁদের তরফে পেশ করা অনাস্থা প্রস্তাব নিয়েও দ্রুত আলোচনার দাবি করেছেন তাঁরা।