অন্ধবিশ্বাসের বলি দুই মহিলা। এবার ঘটনাস্থল কেরলের এর্নাকুলাম। রাতারাতি বড়লোক হওয়ার লোভে দুই মহিলাকে বলি দেওয়ার অভিযোগ উঠল কেরলের এক দম্পতির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ ওই দম্পতিকে এবং শফি নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, কোচির বাসিন্দা ৫২ বছরের পদ্মম এবং ৫০ বছরের রোসিলি রাস্তার পাশে লটারির দোকান চালাতেন। পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল না। গত ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন তাঁরা।
এর্নাকুলাম থেকে অপহৃত ওই দুই মহিলার দেহ উদ্ধার হয় তিরুভালা থেকে। তদন্তে উঠে আসে অভিযুক্ত পেরুম্বাভুরের শফি ওরফে রশিদের নাম। উঠে আসে দম্পতি ভগবাল সিং এবং লায়লার নাম। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই হাড়হিম করে দেওয়া অন্ধবিশ্বাসের ঘটনা সামনে আসে।
কোচি পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত শফি ওই দম্পতিকে প্রথমে অর্থের লোভ দেখায়। এরপর বলে কালাজাদুর মাধ্যমে মানুষকে বলি দিলে তবেই তাঁদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। আর্থিক সচ্ছলতার লোভে শফির প্রলোভনে পা দেয় ওই দম্পতি।
নরবলি দেওয়ার জন্য ওই দুই মহিলাকে জোগাড় করে অভিযুক্ত শফিই। মৃত ওই দুই মহিলার আর্থিক অনটনের সুযোগ নেয় সে। তাঁদের টাকার লোভ দেখিয়ে ওই দম্পতির বাড়িতে নিয়ে যায়। এর পর ওই দম্পতি বড়লোক হওয়ার লোভে ওই দুই মহিলাকে হত্যা করে।
পুলিশের জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে ওই দম্পতি। তারা জানিয়েছে, কালাজাদু করে বড়লোক হওয়ার আশায় ওই দুই মহিলার গলা চিরে হত্যা করা হয়েছে। এরপর শরীরের অংশগুলি একাধিক টুকরো করে দুটি তিরুভাল্লার কাছে আলাদা জায়গায় পুঁতে দেওয়া হয়। মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।