ফের বর্বোরোচিত ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর। চুরি করার অপরাধে দুই কিশোরকে মারধর করার পাশাপাশি প্রস্রাব খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, গায়ে লঙ্কা ঘষে দেওয়া এবং ইঞ্জেকশন দেওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, দুই কিশোরের বিরুদ্ধে চুরি করার অভিযোগ ওঠে। এবং সেসময় তাদের ধরে রেখে প্রস্রাব খাইয়ে দেওয়া হয়। এমনকি বেঁধে রেখে দীর্ঘক্ষণ অকথ্য শারীরিক অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চলতি মাসের ৪ তারিখ ঘটনাটি ঘটেছে। যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে তাদের একজনের বয়স ১০ বছর এবং অন্যজনের বয়স ১৫ বছর।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অত্যাচারের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সব অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে।