একসঙ্গে ২০টি ই-স্কুটার (E-Scooter) জ্বলছে। ক্যামেরায় ধরা পড়ল এই দৃশ্য। বাইক ট্রান্সপোর্ট করার সময় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এটি ৯ এপ্রিল ঘটনা।
জানা গিয়েছে, এই স্কুটারগুলি জিতেন্দ্র ইভি (Jitendra EV) সংস্থার। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের কারখানা থেকে আসছিল স্কুটারগুলি। কন্টেন্টারে ৪০টি ইলেকট্রিক স্কুটার ছিল। আপার ডেকে ছিল ২০টি। সবকটি স্কুটার জ্বলে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন: দেওঘরে এখনও উদ্ধারকাজ চলছে, মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে আরও ৭ জনকে
এখনও পর্যন্ত একসঙ্গে এতগুলি বাইকে আগুন লাগার ঘটনা এর আগে ঘটেনি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কী কারণে এই আগুন লেগেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে কম্পানি।