অবশেষে বাড়ি ফিরলেন নবীন (Naveen Shekarappa Gyanagaudar) । তবে কফিন বন্দি হয়ে। আজ, সোমবার সুদূর ইউক্রেন (Ukraine) থেকে তাঁর দেহ ফিরল বেঙ্গালুরুতে (Bengaluru)। গত পয়লা মার্চ খাবার কিনতে বেরিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন এই ডাক্তারি পড়ুয়া (Medical Student)। কিন্তু সেখানেই আছড়ে পড়েছিল রুশ বোমারু বিমান থেকে ফেলা মর্টার (Russia attack on Ukraine)। তার আঘাতেই শেষ হয়ে যায় এই ভারতীয়র জীবন। সেই নবীন শেখরাপ্পার দেহ এদিন বেঙ্গালুরু এসে পৌঁচ্ছল।
কর্নাটকের হাভেরি জেলার রানেবিনুর তালুকের ছালাগেরি গ্রামে বড় হওয়ায় নবীনের। এই গ্রাম থেকেই অনেক স্বপ্ন নিয়ে পাড়ি দেওয়া ইউক্রেনে। ডাক্তারি পড়তে। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এদিন সকালে বেঙ্গালুরুতে নবীনের দেহ গ্রহণ করতে বিমানবন্দরে হাজির ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। রাজ্য সরকারের তরফে নবীনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫ লক্ষ টাকার চেক। একইসঙ্গে পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে রাজ্য সরকার।
এদিকে, নবীনের দেহ দানের অঙ্গীকার করেছে তাঁর পরিবার। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নবীনের দেহ তুলে দেওয়া হবে।