পোষ্য কুকুরকে খেতে দিতে দেরি। খুড়তুতো ভাইকে খুন করল যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কতেরলের পালাক্কাডে। মৃত যুবকের নাম আরশাদ। বয়স ২১। অভিযুক্ত যুবক হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, "হাসপাতালের পক্ষ থেকে আমাদের ঘটনাটি জানানো হয়। তারা জানায়, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে পরিবার।" শনিবার ওই যুবককে গ্রেফতার করা হয়। আদালতে তার বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করা হয়।
আরও পড়ুন: টুইটার কর্মীর আবেগঘন পোস্ট মন কাড়ল নেটিজেনদেন, ক্ষমা চাইলেন টুইটার প্রতিষ্ঠাতা
তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আরশাদ ও হাকিম একসঙ্গে ব্যবসা করতেন। একসঙ্গেই থাকতেন তাঁরা। পুলিশের অনুমান, আগেও আরশাদকে মারধর করেছে হাকিম। এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মৃত্যু হয় আরশাদের। পোষ্য কুকুরকে দেরি করে খেতে দেওয়া নিয়েই দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, কুকুরের গলার বেল্ট ও কিছু লাঠি দিয়ে আরশাদকে মারে হাকিম। হাসপাতাল কর্তৃপক্ষকে হাকিম জানায়,ছাদ থেকে পড়ে গিয়েছে আরশাদ। হাসপাতাল সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।