গত শনিবার কেরলে মৃত বছর বাইশের তরুণ মাঙ্কিপক্সেই মারা গেছেন। সোমবার জানিয়ে দিল কেরলের স্বাস্থ্যমন্ত্রক। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল নমুনা। সেখান থেকে রিপোর্ট আসতেই স্পষ্ট হয়ে যায়, মাঙ্কিপক্সেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, “ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনও উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। তবে যুবকটির পরিবারের দাবি সংযুক্ত আরব আমিরশীতে নাকি তাঁর মাঙ্কিপক্সের রিপোর্ট পজিটিভ এসেছিল।"
আরও পড়ুন- Monkeypox: কেরলে যুবকের মাঙ্কিপক্সে মৃত্যু? নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হল
উল্লেখ্য, ভারতে প্রথম কেরলেই মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। এখনও পর্যন্ত দেশে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরলের।