মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে একদিনে ২৪ জন রোগীর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মৃতদের মধ্যে ১২ জনই শিশু! তাদের মধ্যে ৬ জন ছেলে এবং ৬ জন মেয়ে।
একদিনে এতজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং শিবসেনার একনাথ শিণ্ডে অংশের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।
হাসপাতালের ডিন জানিয়েছেন, গত কয়েকদিনে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে কর্মীদের অন্যত্র বদলি করা হয়েছে। তার ফলে সমস্যা বেড়েছে। নান্দেদ এলাকার এই হাসপাতালের ৭০-৮০ কিলোমিটারের মধ্যে অন্য কোনও হাসপাতাল না থাকায় রোগীর চাপও খুব বেশি৷
জানা গিয়েছে, মৃতদের অধিকাংশকেই সাপে কামড়েছিল। ডিন জানিয়েছেন, সমস্যা দীর্ঘদিনের। বহুদিন এমনও হয় যে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দৈনিক বাজেট নিয়েও সমস্যায় পড়তে হয়৷ তার মধ্যে কর্মীদের অপ্রতুলতায় সমস্যা বেড়েছে।
এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এই ইস্যুতে বিঁধেছেন একনাথ শিণ্ডের সরকারকে৷ প্রতিটি মৃত্যুর জন্য পৃথক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।