মাঝরাতে বাসে আগুন লেগে ঝলসে মৃত্যু ২৫ জন যাত্রীর। আহত আরও ৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে।
পুলিশের প্রাথমিক অনুমান ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন লেগে যায় বাসে। বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার হয়েছে। দেহ শনাক্তকরণের কাজও শুরু হয়ে গিয়েছে। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ির যাত্রী নিয়ে ফিরছিল বাসটি। হঠাৎ টায়ার ফেটে যাওয়ার পর রাস্তার ধারে একটি খুটিতে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান ডিজেল ট্যাঙ্ক ফেটে আগুন জ্বলতে থাকে। ঘটনার আকষ্মিকতায় যাত্রীরা বাস থেকে নামারও সময় পায়নি বলে মনে করছে পুলিশ।