বর্ষবরণের (New Year 2022) রাত । তখন দেশজুড়ে চলছে সেলিব্রেশন । ঠিক সেইসময় দুলে উঠল রাজধানীর মাটি । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শনিবার মধ্যরাতে ভূকম্পন (Earthquake) অনুভূত হয়েছে দিল্লি (Delhi), হরিয়ানা সহ একাধিক জায়গায় । রিখটার স্কেলে তীব্রতা বেশি না থাকলেও নতুন বছরে ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে ।
ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর থেকে ১২ কিলোমিটার দূরে । রাত ১টা ১৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮ । ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি ।
আরও পড়ুন, WhatsApp Indian Map: বর্ষবরণের শুভেচ্ছায় ভারতের 'ভুল' মানচিত্র, ক্ষোভ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
এদিকে, ভূমিকম্প হওয়ার পরই মিমের বন্যায় ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া । কেউ লেখেন, দিল্লিবাসী এত উন্মাদনায় মেতে উঠ না, যে গোটা দিল্লিই কেঁপে ওঠে । আবার অনেকে লেখেন, ২০২৩ আসার সঙ্গে সঙ্গে তার প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে ।