ABVP এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় মোট ৩ জন ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে।
কী ঘটেছিল?
জানা গিয়েছে, বৃহস্পতি রাতে নির্বাচনী কমিটি সদস্য বাছাই পর্বের বৈঠক চলছিল। সেসময় উভয় পক্ষের সদস্যরা নিজেদের মধ্যে প্রথমে বচসা শুরু করে। পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গিয়েছে, বসন্তকুঞ্জ উত্তর থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।