মায়ের মাতৃত্বকালীন ছুটির (Maternity Leave) জন্য আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হল তিন মাসের এক শিশু। ওই শিশুর নাম ত্রিগাংশু জৈন। তার মা উত্তর দিল্লি পুরনিগমে (এনডিএমসি) কাজ করেন। অভিযোগ উঠেছে, ওই শিশুর মা'কে মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) দিতে অস্বীকার করেছে এনডিএমসি। তাই শিশুটির দেখভাল করা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এই কারণেই হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয় শিশুটি।
শিশুটির পক্ষ থেকে একটি আবেদন জমা দিয়ে বলা হয়, তার মা্কে দিল্লির পুরনিগম মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) দিতে অস্বীকার করছে। ত্রিগাংশু জেনের আইনজীবী জানাচ্ছেন, মামলাকারী পুরোপুরি তার মায়ের ওপর নির্ভরশীল। তাই এই ক্ষেত্রে মামলাকারীর অধিকার লঙ্ঘিত হচ্ছে।
আরও পড়ুন: বিজেপি যুব মোর্চা নেতার মৃত্যুতে CBI তদন্তের দাবি পরিবারের
২ সপ্তাহের মধ্যে এনডিএমসি'র কাছে জবাব চেয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালত জানায়, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ, এর ফলে, ওই শিশুটি তার মায়ের যত্ন থেকে বঞ্চিত হচ্ছে।
প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী, কর্মরত মা ১৮০ দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন দুটি সন্তান জন্মের সময়। কিন্তু, তৃতীয় সন্তানের জন্মানোর সময় এই সুবিধা মা'কে দেওয়া হয় না। ত্রিগাংশু জৈন তার মায়ের তৃতীয় সন্তান।