ঝাড়খণ্ড ও ওড়িশার মদ তৈরির কারখানায় আয়কর দপ্তরের হানা। ওই দুই কারখানায় হানা দিয়ে দুদিনে উদ্ধার করা হল মোট ৩০০ কোটি টাকা। বুধ এবং বৃহস্পতিবার টানা দুদিন টাকা গোনার কাজ চলেছে। তারমধ্যে মেশিন বিকল হয়ে যাওয়ায় নতুন মেশিন এসে গণনা কার্য শুরু হয়েছিল।
বুধবার পশ্চিম ওড়িশার একটি মদ তৈরির কারখানায় হানা দেন আয়কর দফতরের গোয়েন্দারা। ওই সংস্থার নাম বৌধ ডিস্টিলারিজ। অভিযোগ, কোনও বিল, ভাউচার না ব্যবহার করেই রাজ্যের বিভিন্ন এলাকায় মদ বিক্রি করেছে তারা। সূত্রের খবর ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হিসেবের গরমিল ধরা পড়েছে।
বিজেপি বিধায়ক কুসুম তেতের অভিযোগ, ওই কারখানার সঙ্গে বিজু জনতা দলের বিধায়ক যোগেশ সিংহের যোগাযোগ রয়েছে। এমনকি তাঁর অভিযোগ, সুন্দরগড়ের কারখানাটি বিজেডি বিধায়কের মায়ের নামে রয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক যোগেশ সিং। তাঁর দাবি, ওই কারখানার সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ রয়েছে। কিন্তু তাঁর মায়ের নামে ওই কারখানা নয়। মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি তাঁর।