বাংলার অপা ফেল ! ৩০০ কোটি পেরিয়ে এখনও গণনা চলছে ওড়িশার কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর রাঁচির বাড়িতে। শনিবার মধ্যরাতেও আয়কর দফতরের আরও কর্মীকে আনা হয়েছে নোট গণনার জন্য। সবমিলিয়ে ১০০-এর বেশি কর্মী কাজ করছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়িতে।
গত বুধবার ওড়িশা ও ঝড়খণ্ডে আয়কর হানা চলে। ওড়িশার একটি মদ কারাখানা থেকে উদ্ধার হয় ৩০০ কোটি টাকা। সেই তদন্তে কংগ্রেস সাংসদের রাঁচির বাড়িতে হানা দেয় আয়কর দফতর। টাকার খোঁজ করতে গিয়ে চোখ কপালে ওঠে আয়কর কর্তাদের। এখনও পর্যন্ত বাড়ি থেকে মোট ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে।
ওড়িশার এক আয়কর কর্তা জানিয়েছেন, শনিবারের উদ্ধার টাকা আপাতত বোলাঙ্গির জেলা এক সরকারি ব্যাঙ্কে পাঠানো হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, এই টাকা গুনতে আপাতত ৫০ জনকে কাজে লাগানো হয়েছে। দরকার পড়লে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।