জম্মু ও কাশ্মীরের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৬। ঘটনায় আহতের সংখ্যা ১৯। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। প্রথমে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে ৩৬ জন মারা গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
বুধবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছ বাতোতে কিস্তওয়ার জাতীয় সড়ক দিয়ে বাসটি যাচ্ছিল। সেসময় একটি খাদের পাশে হঠাৎ চাকা পিছলে যায়। এবং প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং। শোকবার্তায় তিনি জানিয়েছেন, বাস দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে। যা অত্যন্ত বেদনাদায়ক।