সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য সিকিম (Sikkim Earthquake) । সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ভূ-কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ । সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী ও পর্যটকদের মধ্যে । বিশেষ করে ভূমিকম্পে (Earthquake) সিরিয়া-তুরস্কের পরিণতির ছবি আরও আতঙ্ক তৈরি করেছে মানুষের মধ্যে ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,সিকিমের ইয়কসমের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল । যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে । ভূমিকম্পে কোথাও হতাহতের খবর মেলেনি । তবে, পার্বত্য এলাকায় ভূমিকম্পের ফলে বাড়িগুলিতে কোনও ফাটল ধরেছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে খবর । উল্লেখ্য, রবিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম । সেখানেও রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৪-এর ঘরেই ছিল ।
উল্লেখ্য, উত্তর ও উত্তর পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যগুলিও ভূমিকম্পপ্রবণ । তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করতে শুরু করেছেন বিজ্ঞানীরা । ভূ-বিজ্ঞান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতেও ভূমিকম্প নিয়ে সতর্ক থাকা উচিত। দেশের ১১ শতাংশ অঞ্চল অত্যন্ত ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে পড়ে। ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে আছে ১৮ শতাংশ এলাকা। মাঝারি ঝুঁকিপ্রবণ ৩০ শতাংশ এলাকা। হিমালয়ে সংলগ্ন এলাকাগুলিতে ভূমিকম্পের সম্ভাবনা সবথেকে বেশি। ভারতে প্রবল ভূমিকম্প হলে গুয়াহাটি, শ্রীনগর ও পোর্টব্লেয়ার, এই তিনটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে । কলকাতা, দার্জিলিং, দিল্লি, পটনা, সিমলা, লুধিয়ানা,, নৈনিতাল, গাজিয়াবাদ, দেরাদুনের মতো শহরেও মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে । প্রভাব পড়বে পঞ্জাব, হরিয়ানা, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরভাগ, গুজরাটেও ।