ONGC কপ্টার দুর্ঘটনায় (ONGC Chopper Crash) মৃত্যু ৪ জনের। মঙ্গলবার দুপুরে ONGC সংস্থার একটি হেলিকপ্টার আরব সাগরের (Arabian Sea) বম্বে হাই এলাকায় 'সাগর কিরণ রিগ'-এর কাছে জরুরি অবতরণ করে। এরপরই উদ্ধারকাজ শুরু করে উপকূলরক্ষী বাহিনী। ২ পাইলট সহ মোট ৯ জন ছিল ওই কপ্টারে। সবাইকে উদ্ধার করা হলেও প্রাণ হারিয়েছেন ৪ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছে ONGC।
ONGC-এর পক্ষ থেকে টুইট করে প্রথমে জানানো হয়ে, চারজনেক উদ্ধার করা হয়েছে। পরে ৬ জনকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। বিকেলে ONGC সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কপ্টারের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন অচেতন অবস্থায় ছিলেন। মুম্বই বেসে এসে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট কাটাতে বিদ্রোহীদের আলোচনার বার্তা উদ্ধবের
কী কারণে ONGC-এর কপ্টারটি জরুরি অবতরণ করতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। চলতি বছর, ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত একটি হেলিকপ্টারে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ায় কপ্টার মাঝ আকাশে ভেঙে পড়ে। মৃত্যু হয় রাওয়াত-সহ ১৩ জনের।