ভীম আর্মি প্রধান ও দলিত নেতা চন্দ্রশেখর আজাদকে গুলি করা ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যে গাড়িতে করে হামলাকারীরা এসেছিল, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট লাগানো ছিল।
বুধবার বিকেলে সাহারানপুরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন চন্দ্রশেখর। সঙ্গে ছিলেন তাঁর ছোট ভাই ও আরও চারজন। দেওবন্দ থানা এলাকায় আচমকাই একটি গাড়ি দলিত নেতার কনভয়ের মধ্যে ঢুকে যায়। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতিরা। প্রায় ৪ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।
বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে খবর, একটি গুলি পেট ছুঁয়ে বেরিয়ে গিয়েছেন ভীম আর্মি প্রধানের। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল। শরীরে কোনও গুলি পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, এরকম আচমকা হামলা হবে ভাবতে পারেননি তিনি। তবে শুভানুধ্যায়ী, সমর্থকদের বলব, তাঁরা যেন শান্তি বজায় রাখেন। লড়াই জারি থাকবে।