উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা চার। এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনাস্থলে রয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, ১৫৯০৪ নম্বরের ওই ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা এবং ঝিলাহি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি AC কোচ।
এবিষয়ে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। উদ্ধারকাজ চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তিন-চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ওই ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, আচমকা বিকট শব্দ হয় ট্রেনটিতে। তারপরেই ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। দুর্ঘটনার পর যাত্রীরা অতি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। ফলে হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন।
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পুরো পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। কয়েকদিন আগেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল কাঞ্নজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।