উত্তরপ্রদেশে আগুনে (Fire) ঝলসে মৃত একই পরিবারের ৫ সদস্য। মৃতদের মধ্যে ৩ জন নাবালক বলেই খবর। মঙ্গলবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh Fire News) মাউয়ের শাহপুরের এক বাড়িতে আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই ছুটে যান স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকলে। সঙ্গে সঙ্গেই এলাকায় এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বাহিনী(Uttar Pradesh Fire Update)। আগুন নিভলে বাড়ি থেকে ওই ৫ সদস্যের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়।
মাউয়ের জেলাশাসক অরুণ কুমার জানান, “মাউ জেলার কোপাগঞ্জ থানা এলাকার শাহপুর গ্রামের এক বাড়িতে আগুন লাগে। ঘটনায় একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন প্রাপ্তবয়স্ক, তিনজন নাবালক ছিল। বাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ তাঁরা মারা যান।” স্টোভ(Fire Breaks Out in Uttar Pradesh) থেকে আগুন লেগেছে বলেই খবর। পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন অরুণ কুমার।
আরও পড়ুন- Vande Bharat Express: রাজ্যের 'বন্দে ভারত'-এ বাঙালি পদের ছড়াছড়ি, বিভিন্ন আমিষ পদের ব্যবস্থা রেলের