শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের দেরাদুনে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ জন পর্যটকের। ঘটনাটি ঘটেছে মুসৌরি-দেরাদুন রুটের ঝাড়িপানি রোডের ওয়াটার ব্যান্ডের কাছে।
জানা গিয়েছে, দেরাদুনের আইএমএস কলেজের চার জন ছাত্র এবং দুই ছাত্রী ছুটি কাটাতে মুসৌরিতে ঘুরতে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মসৌরি পুলিশ ফায়ার সার্ভিস এবং এসডিআরএফের দল। চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন - কোভিশিল্ডের সার্টিফিকেট থেকে উধাও প্রধানমন্ত্রীর ছবি? শুরু তীব্র বিতর্ক