বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হল ভয়ঙ্কর দুর্ঘটনায়। আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (gas cylinder exploded)। ঝলসে গেলেন অতিথিরা। ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু-সহ পাঁচ জনের। আগুনে ঝলসে গিয়েছেন ৪৯ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুরে (Jodhpur) একটি বিয়েবাড়িতে।
জোধপুরের ভুংরা গ্রামে সুরেন্দ্র সিংয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। আমন্ত্রিতদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল। যোধপুর (Jodhpur (Rural) পুলিশ সুপার (এসপি) অনিল কয়াল জানিয়েছেন, সেই সময় বাড়ির স্টোর রুমে রাখা একটি সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এরপর মোট পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে ঝলসে যান অতিথিরা। পাঁচ বছরের রতন সিং, চার বছরের খুশবু-সহ পাঁচ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন- দেশে ভয়াবহ তাপপ্রবাহের সতর্কতা, বিপর্যস্ত হবে জনজীবন, দাবি বিশ্বব্যাঙ্কের রিপোর্টে
ঘটনার পর জোধপুরের জেলাশাসক হিমাংশু গুপ্ত জানিয়েছেন, আহত ৫৪ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের এমজিএইচ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে পাত্র, তাঁর মা এবং বাবাও রয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আশোক গেহলট।