রবিবার থেকে দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের বিলাসপুর ডিভিশনে বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। রেল সূত্রে খবর, ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫২ টি দূরপাল্লার ট্রেন (Trains) বাতিল হয়েছে। জানা গিয়েছে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের বিলাসপুর ডিভিশনে রায়গড়-ঝাড়সুগুদা শাখায় ইন্টারলকিংয়ের (Interlocking) কাজ চলবে এই ক’দিন। সেই কাজের জন্য এতগুলি ট্রেন বাতিলের পথে হেঁটেছে রেল। ২১ আগস্ট থেকে মাসের শেষদিন পর্যন্ত বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে দৈনিক ট্রেন ছাড়াও রয়েছে সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক ট্রেন।
দৈনিক ও সাপ্তাহিক ট্রেনগুলি প্রায় ১১ দিন ধরে বাতিলের খবরে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ। আগে থেকে যাঁদের টিকিট বুক করা ছিল, ফের নতুন করে সমস্ত পরিকল্পনা করতে হচ্ছে। তবে রেলের (Rail) তরফে যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে আবার আগের মতোই চলবে সমস্ত ট্রেন।
আরও পড়ুন- Mumbai Attack : মুম্বইয়ে ফের ২৬/১১-এর মতো হামলার হুমকি, পুলিশ কন্ট্রোলে পাক নম্বর থেকে হোয়াটসঅ্য়াপ
এমনিতেই পুজোর আগে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করেন সাধারণ যাত্রীরা। টিকিটের চাহিদাও বাড়ে। সংরক্ষণ পাওয়া মুশকিল হয়ে ওঠে। তার উপর উৎসবের মরশুমে ১১ দিন ধরে ৫২ টি ট্রেন বাতিল থাকায় পরবর্তী সময়ে চাপ আরও বাড়বে বলেই মনে করছেন রেলকর্মীরা।