আগামী ১৮ জানুয়ারি শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হবে মন্দিরের গর্ভগৃহে । ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই সেজে উঠেছে রামভূম। এই উপলক্ষেই, আগ্রার থেকে বিখ্যাত ৫৬ রকমের ‘পেঠা’ পাঠানো হয়েছে অযোধ্যায়। ৫৬০কেজিরও বেশি 'পেঠা' ছাড়াও, মন্দির ট্রাস্ট বিভিন্ন জায়গা থেকে রামলালার জন্য রত্নখচিত পোশাক, রুপোর প্লেট এবং অন্যান্য পূজার সামগ্রী পেয়েছে।
একটি বিবৃতি থেকে জানা গিয়েছে আগ্রার ট্রেড বোর্ডের পক্ষ থেকে ৫৬ রকমের পেঠা পাঠানো বয়েছে অযোধ্যায়। এদিকে, রামমূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' উপলক্ষে ১১ দিনের উপবাস শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গিয়েছে শুক্রবার থেকে তিনি একবেলা খাবার খাবেন এবং মাটিতে শোবেন।
উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার ওজন মোটামুটি ১৫০ থেকে ২০০ কেজি ৷ ইতিমধ্যেই প্রাণ-প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে । তা ২১ জানুয়ারি পর্যন্ত চলবে ।