চলতি বছরেই দেশে শুরু হচ্ছে 5G পরিষেবা (5G service in India) । অক্টোবরের (October) মধ্যেই দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা চালু হবে । এমনই ঘোষণা করেছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) । তিনি জানিয়েছেন, স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই নিলাম বরাদ্দের কাজ শেষ করা হবে । তাঁর আশা আগামী একবছরের মধ্যে দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়বে ।
এদিন, বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশ্বে 5G পরিষেবা এখনও সেইভাবে গতি পায়নি । অন্যান্য খরচ নিয়ন্ত্রণে থাকায় বাকিদের তুলনায় দ্রুত ভারতে 5G পরিষেবা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি । নিলামের বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, সরকার যে 5G স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে । সরকার ব্লকে ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে । আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে ।
আরও পড়ুন, Mukesh Ambani 5G spectrum: দেড় লক্ষ কোটিরও বেশি অর্থে 5G স্পেকট্রাম কিনল মুকেশ আম্বানির সংস্থা জিও
উল্লেখ্য, দেশে একসপ্তাহ ধরে চলা সবচেয়ে বড় স্পেকট্রাম নিলাম শেষ হয়েছে সোমবার । এই নিলামে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 5G স্পেকট্রামের (5G spectrum auction) রেকর্ড বিক্রি হয়েছে। নিলামে সর্বোচ্চ দর দেয় মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও। জানা গিয়েছে, নিলামে মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর হেঁকেছে জিও (Jio)। রিলায়েন্স জিও-এর পরেই 5G স্পেকট্রাম রেডিও ফ্রিকোয়েন্সির জন্য সর্বোচ্চ দর হেঁকেছে ভারতী এয়ারটেল (Bharti Airtel), তারপর এবং ভোডাফোন (Vodafone) আইডিয়া লিমিটেড।