আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। বৃহস্পতিবার দুপুরে রাজধানী দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানে এখনও হতাহতের খবর মেলেনি। তবে দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে ঘরবাড়ি কেঁপে উঠেছে। কেঁপেছে সিলিং ফ্যান, আসবাবও। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন নাগরিকরা।
জানা গিয়েছে, দিল্লি ছাড়াও জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও কম্পন অনুভূত হয়েছে। পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণাংশও কেঁপে উঠেছে। লাহোরে কম্পন অনুভূত হয়েছে।
সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক অংশে কম্পন অনুভূত হয়। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছে।