সময় হয়েছিল রাত ২ টো। স্বভাবতই গভীর ঘুমে তখন আচ্ছন্ন সকলেই। হঠাৎই কেঁপে উঠল সমস্তকিছু। ফের ভূমিকম্প দিল্লিতে। নেপালের মণিপুর ভূমিকম্পের উৎসস্থল। মঙ্গলবার একদিনে তিনবার নেপালে ভূমিকম্প অনুভূত হয়, এই তীব্রতায় কেঁপে ওঠে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩।
নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাত ৮:৫২ মিনিটে নেপালে ৪.৯ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। এরপর রাত ১:৫৭ নাগাদ অনুভূত হয় দ্বিতীয় ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩৷ নেপালে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।