দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ আগুন। তার জেরে মৃত্যু হল ৬ সদ্যোজাতর। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বিবেক বিহার এলাকায়।
দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৩২ নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। প্রথমেই দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। দমকল কর্মীরা ১১ জন শিশুকে উদ্ধার করতে সমর্থ হলেও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ শিশুর।
সূত্রের খবর, ওই হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার মজুত করে রাখা ছিল। হঠাৎ সেগুলি বিস্ফরণ হয়। আর তার জেরেই আগুন ধরে সেখানে। যদিও এখনও দমকল ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি।