বছরে শেষ দিনে মর্মান্তিক দুর্ঘটনা। গ্লাভস তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ছ'জন শ্রমিকের। যদি এখনও কারখানায় আগুন লাগার কারণ জানা যায়নি এখনও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।
জানা গিয়েছে গ্লাভস তৈরির কারখানায় রাত ২ টো ১৫ নাগাদ আগুন লেগে যায়। কারখানা চত্বরেই অন্তত ১০ থেকে ১২ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। কিছু জন শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেলেও, আগুন লাগার কারণে প্রায় ছয় জন আটকে ছিলেন কারখানার ভেতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।
সারা রাত ধরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। অবশেষে রবিবার সকালে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানায় আটকে পড়া ছয় শ্রমিককে বাঁচানো সম্ভব হয়নি। বাকি শ্রমিকদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।