প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ৭ মার্চ। ১৯৭১ সালের ৭ মার্চ। ঢাকার রেসকোর্স ময়দানে জ্বালাময়ী ভাষণ দেন বঙ্গবন্ধু মুজিব উর রহমান। ভাষা নিয়ে লড়াইয়ের জন্য তাঁর ওই ভাষণেই সব প্রেক্ষাপট বদলে যায়।
১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করে ভারত। মাত্র ১৬ দিনে পাকিস্তানকে যুদ্ধে হারায় ভারত। সেই বছরই স্বাধীন হয় বাংলাদেশ। ২০১৭ সালে UNESCO মুজিব-উর রহমানের ওই ভাষণকে ঐতিহাসিক সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়।
মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ৭ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে এই দিন বিশ্বের সবথেকে শক্তিশালী টেলিস্কোপ কেপলার মহাকাশে পাঠানো হয়েছিল। সূর্যকে প্রদক্ষিণ করে এই শক্তিশালী টেলিস্কোপ। এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশজগতের অনেক নতুন ছবি প্রকাশ্যে আসে। যা মানবসভ্যতাকে অনেক এগিয়ে দেয়।
হিন্দি সাহিত্য জগতের মহীরূহ সাহিত্যিক সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন তথা অজ্ঞেয়-এর জন্মদিবস। তাঁর মতো প্রতিভাসম্পন্ন সফল সাহিত্যিক হিন্দি সাহিত্য জগতে বিরল।