পেটের দায়ে বাংলা ছেড়ে চার সন্তানকে নিয়ে হরিয়ানায় ঘর পেতেছিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জাকিরবস্তির গ্রামের বাসিন্দা মহম্মদ করিম (৪০) এবং আফরোজ বেগম (৩৫)। বৃহস্পতিবার, সকালে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় গোটা পরিবারের। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গ্যাস লিক করেই মৃত্যু হয়েছে ওই পরিবারের ৬ জনের। পরে বাড়ি থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে ঘটনাটি নজরে আসে প্রতিবেশীদের।
Howrah Student Death: হাওড়ার দাশনগরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ পরিবারের
ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অভাবের তারনায় জাকিরবস্তি এলাকায় খাদি বস্ত্র তৈরি করতেন তারা, থাকতেন ভাড়া বাড়িতে। বৃহস্পতিবার একটি দুর্ঘটনায় নিমেষে নিশ্চিহ্ন হয়ে যায় গোটা পরিবার। করিম এবং রেশমার দুই মেয়ের বয়স ১২ এবং ১৭ বছর তাদের দুই ছেলের বয়স ৫ এবং ৭ বছর। ঘটনায় মৃত্যু হয়েছে তাদেরও।