বেড়ানোর আনন্দে মশগুল ছিলেন সকলে। কেউ ভাবতেও পারেননি, এভাবে ওত্ পেতে রয়েছে ভয়ঙ্কর বিপদ! হইহই করে বেড়াতে যাওয়া মানুষগুলোই ঘরে ফিরল লাশ হয়ে।
মৃত ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়(Howrah)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছয় ৬ জনের মৃতদেহ। এরপর পাঁচজনের দেহ সুলতানপুর গ্রামে(Sultanpur Village) পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। সেখানেই শেষ শ্রদ্ধা জানান তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা-সহ প্রশাসনিক আধিকারিকরা। একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হুগলি জেলায়। প্রশাসনের তরফে আহতদেরও একটি বাসে করে ওড়িশা(Bus Accident in Orissa) থেকে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে।
আরও পড়ুন- Odisha Bus accident killed 6: ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত হাওড়ার ৬ পর্যটক
বুধবার ওড়িশায় বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় (Odisha bus accident) রাজ্যের ৬ জন পর্যটকের। তাঁরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। ওই দুর্ঘটনায় (Odisha bus accident) আহতের সংখ্যা ৪০ জনের বেশি। উদয়নারায়ণপুর থেকে বাসে করে প্রথমে ওড়িশার (Odisha) দারিংবাড়ি তারপর দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম ভ্রমণের পরিকল্পনা ছিল ওই পর্যটকদের।
কিন্তু দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমে যাওয়ার পথেই আচমকাই দুর্ঘটনার (Odisha bus accident) কবলে পড়ে বাসটি। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরে উদ্ধারকার্যে সহয়তা করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। পরে পুলিশ এবং দমকল বাহিনী এসে আহতদের হাসপাতালে পাঠায়।