চিনে শিশুদের মধ্যে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ার প্রকোপ। ভারতেও ঢুকে পড়তে পারে সেই রোগ। এই আশঙ্কায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিল ৬ রাজ্য৷ রাজস্থান, কর্নাটক, গুজরাত, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং তামিলনাড়ু সরকার নির্দেশিকা দিয়ে জানিয়েছে, খতিয়ে দেখা হবে স্বাস্থ্য পরিষেবা। শ্বাসকষ্ট নিয়ে রোগী ভর্তি হলে চিকিৎসার কী ব্যবস্থা আছে, তা সরকারকে জানাতে হবে স্বাস্থ্যকর্মীদের।
কর্নাটক রাজ্য সরকার মরসুমি ফ্লু নিয়ে সতর্ক করেছে। বলা হয়েছে, কাশির সময় নাক, মুখ চাপা দিতে হবে। বার বার হাত ধুতে হবে। ভিড় জায়গায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। মুখে হাত দিতে বারণ করা হয়েছে।
উত্তরাখণ্ডের চীন সীমান্তবর্তী তিনটি জেলা চামোলি, উত্তরকাশী, পিথোরাগড়ের প্রশাসনকে প্রশাসনকে সতর্ক করেছে সরকার। হরিয়ানা এবং তামিলনাড়ু সরকার জানিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে কোনো রোগী ভর্তি হলে সরকারকে জানাতে হবে৷ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে রাজস্থান এবং গুজরাটও।