৬০ কেজি মেফোড্রন মাদক-সহ গ্রেফতার এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমানচালক। সূত্রের খবর, শুক্রবার মুম্বই থেকে আনুমানিক ১২০ কোটি টাকার মাদক উদ্ধার করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। যাদের মধ্যে একজন বিমানচালক ছিলেন বলে NCB সূত্রে খবর।
শুক্রবার এক NCB আধিকারিক জানান, ওই পাইলটের নাম সোহেল গফফর। এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কর্মী তিনি। আমেরিকায় প্রশিক্ষণও নিয়েছিলেন। বছর কয়েক আগে হঠাৎ ইস্তফা দেন। জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ। চিকিৎসা করাতে হবে। NCB গোয়েন্দাদের দাবি, এই মাদকচক্র অনেকটা বড় মাপের। গত ৩ অক্টোবর, গুজরাটের জামনগরে যৌথ তল্লাশি চালায় NCB হেডকোয়ার্টারের আধিকারিক ও মুম্বইয়ের NCB আধিকারিকরা। NCB সূত্রে জানা গিয়েছে, মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৬০ কেজি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার, নতুন করে ডেঙ্গির বলি ২
এর আগে গত অগাস্ট মাসেই ভদোদরা থেকে ২০০ কেজি মেফোড্রন বাজেয়াপ্ত করেছে NCB। এপ্রিল মাসে কান্দলা থেকে ২৬০ কেজির মাদক উদ্ধার হয়। মুন্দ্রা বন্দর থেকে গত সেপ্টেম্বরে ৩০০০ কেজি মেফোড্রন উদ্ধার করে NCB। এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।