মহারাষ্ট্রে (Maharashtra) এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক BJP বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা (Accident) ঘটে। ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। প্রাথমিক তদন্তে অনুমান, ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনও বন্য জন্তু। তা দেখে ব্রেক কষেন চালক।একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া।
ওই দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি টুইটে জানিয়েছেন, মৃতদের পরিবারবর্গকে এককালীন দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।