মহারাষ্ট্রের আকোলা জেলার একটি মন্দিরে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে পুজো দিতে ভক্তসমাগম হয়েছিল। হঠাৎই ঝেঁপে নামে বৃষ্টি। আশ্রয় নিতে মন্দিরের টিনের চালের নিচে গিয়ে দাঁড়ান উপস্থিত অনেকেই। এমন সময় টিনের চালের উপর একটি পুরনো গাছ ভেঙে পড়ে। প্রায় ৪০ জন আশ্রয় নিয়েছিলেন। ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত প্রায় ৩০ জন।
Covid 19: উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কর্নাটক, দেশে করোনা রুখতে সোমবার থেকে হাসপাতালে শুরু মহড়া
তড়িঘড়ি পুণ্যার্থীদের স্থানীয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৪ জনের। ৩ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রের উপ মু্খ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।